Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমুহ

 ৫নং কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের ১৫/০৫/২০১৬ ইংরেজী তারিখের মাসিক সভার সিন্ধান্ত সমূহ নিম্নরুপঃ

 

১নং প্রস্তাবের আলোকে সিন্ধান্তঃ বিস্তারিত আলোচনাক্রমে অত্র ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।  এ ছাড়াও, ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশদেরকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়। কোথাও বাল্য বিবাহের সংবাদ পেলে ইউনিয়ন পরিষদ সহ প্রশাসনকে জানানোর সর্বসন্মত সিন্ধান্ত গৃহীত হয়। 

 

২নং প্রস্তাবের আলোকে সিন্ধান্তঃ  বিস্তারিত আলোচনাক্রমে চেয়ারম্যান সাহেব কর্তৃক ব্যবহৃত ০১৭৪০০৭০৪০৮ নং সীমটি বর্তমান চেয়ারম্যান এ.এফ.এম আবু তাহের, এবং অপরাপর ৩টি সীম ০১৭১৭৮০২১৬৯ (সচিব), ০১৮৮২২২৪২৭৮ (ইউডিসি) এবং ০১৮৬৮৪৮৮০১১ (ইন্টারনেট) সচিব কল্যাণ কান্তি কর নামে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন করার সর্বসন্মত সিদ্ধান্ত গৃহীত হয়।  যখন যে চেয়ারম্যান ও সচিব বা ব্যবহারকারী সীমগুলো ব্যবহার করবেন তাদের উপর সীম ব্যবহারের দায় বর্তাবে। যাহার নামে সীম রেজিষ্ট্রেশন করা হয়েছে তিনি ঐ ইউনিয়নে দায়িত্ব পালন না করলে বা সীমগুলো তিনি ব্যবহার না করলে এর জন্য তারা দায়ী হবেন না। অর্থাৎ যখন যার কাছে সীমটি থাকবে বা ব্যবহার করবেন তারাই যাবতীয় দায়-দায়িত্ব বহন করবেন মর্মে সর্বসন্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

৩নং প্রস্তাবের আলোকে সিন্ধান্তঃ বিস্তারিত আলোচনাক্রমে এলাকার দুঃস্থ, আশ্রয়হীন ও নির্যাতিতা মহিলাদের আইনগত ও পূনর্বাসনের সহায়তা প্রদানের জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য সভাকে অনুরোধ করা হয়।

যোযোগের ঠিকানা

মহিলা সহায়দা কর্মসূচী, বিভাগীয় কার্যালয়

মহিলা বিষয়ক অধিদপ্তর

এতিম স্কুল রোড, বাগবাড়ি, সিলেট।

ফোন- ০৮২১-৭২২০৪০

৪নং প্রস্তাবের আলোকে সিন্ধান্তঃ (ক) বিস্তারিত আলোচনাক্রমে ১৫,০০০/- টাকা সন্মানী ভাতা বাবদ সমন্বয় এবং অবশিষ্ট ৫,৫২৫/- টাকা ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

(খ) বিস্তারিত আলোচনাক্রমে  ২০,০০০/- টাকা সন্মানী ভাতা বাবদ সমন্বয় এবং অবশিষ্ট ৮,৬২৮/-টাকা  ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

৫নং প্রস্তাবের আলোকে সিন্ধান্তঃ বিস্তারিত আলোচনাক্রমে স্কিমটি বাস্তবায়ন জরুরী জনগুরত্বপূর্ন বলিয়া সভা একমত পোষন করে। আপাতত ৩০,০০০/- বরাদ্দ করা হয়।  স্কিমটি নিম্নোক্ত প্রকল্প বাসত্মবায়ন কমিটির মাধ্যমে ১%  তহবিল হইতে বাসত্মবায়নের সর্বসন্মত সিদ্ধামত্ম গৃহীত হয়। পরবর্তীতে ব্যয় বৃদ্ধি পেলে একই খাত হইতে বর্ধিত ব্যয় নির্বাহ করা হবে।  

(ক)  ‘‘ কমপেস্নক্স ভবনের পানির লাইন -বৈদ্যুতিক লাইন সংস্কার ও বাতি স্থাপন’’    টাকা ৩০,০০০/-

৬নং প্রস্তাবের আলোকে সিন্ধান্তঃ(ক) উপস্থাপিত আয় এবং ব্যয় সমুহ পর্যালোচনা করা হয় এবং বিদ্যুৎ বিল ৯৬৩/- টাকা, ভিজিডি বহন খরচ ১,৪০০/- টাকা, পত্রিকা বিল ৪৪৬/- টাকা, ডিস বিল ৫০০/- টাকা, অনুদান ১০০০/- টাকা, টোনার ক্রয় ৪,৫০০/- টাকা, বঙ্গবন্ধু ফুটবল টহর্নামেন্ট বাবদ ৩০০০/- টাকা ব্যয় অনুমোদন প্রদান করা হয়।

 

(খ) জন্ম-মৃত্যু নিবন্ধন খাতে ব্যয়  জুম রিচার্জ ৪৫০/- টাকা, ষ্টেশনারী সামগ্রী ২৪০/- টাকা, টোনার ক্রয় ৫,১০০/- টাকা ব্যয় অনুমোদন প্রদান করা হয়।